প্রাণের বাংলাদেশস্কুল আঙিনা
ভালুকায় মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান

ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় স্থানীয় চাপরবাড়ি দাখিল মাদরাসায় এবতেদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮মে) সকালে মাদরাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষিকাদের নিজস্ব অর্থায়নে এবতেদায়ী ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৭০জন ছাত্র ছাত্রীদের মাঝে উপবৃত্তি হিসেবে নদগ অর্থ প্রদান করা হয়। এসময় মাদরাসা সুপার মোঃ মোবাশ্যারুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য বীব মোক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজ উদ্দিন খান, জুবেদ আলী শেখ, এমরান হোসেন, মাদরাসা সহ-সুপার মাওলানা আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন, ফাইজুল ইসলাম, জসিম উদ্দিন খান, আব্দুল কাদির সহ মাদরাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।