ভালুকায় বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যারী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা বিতরন করা হয়েছে।
ভালুকায় পরিবেশ দূষিত হওয়ার মাত্রা আশংকাজনক হারে বাড়ছে।শিল্প বর্জ্য প্রানিজ এবং অন্যান্য বর্জ্যসহ বিভিন্ন রাসায়নিক বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ।বায়ু পানি ও শব্দ দূষন যেন আজ স্বাভাবিক ঘটনা হয়ে দাড়িয়েছে।যার ক্ষতির প্রভাব পড়ছে জীবনবৈচিত্রের ওপর।
দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্তরে এসে শেষ হয়।পরে “প্রানের স্পন্দনে প্রকৃতির বন্ধনে” প্রতিপাদ্য বিষয় নিয়ে পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাফকুল ইসলাম পিন্টু, কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান। পরে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা বিতরন করা হয়।