বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ঈদ আকর্ষণ দূর্লভ প্রজাতির প্রাণি ও পাখির শাবক

এফ এম আমান উল্লাহ আমান,গাজীপুর প্রতিনিধি ॥ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখমুজিব সাফারি পার্কের ঈদ আকর্ষণে নতুন মাত্রা যোগ করবে ১৩ প্রজাতির প্রানি ও পাখির শাবক। পার্কে জন্ম নেয়া শাবক গুলো উন্মুক্ত পরিবেশে গুরে বেড়ায় মায়ের সাথে। মেতে থাকে ছুটা ছুটি আর ধুরন্ত পনায়। দূর্লভ প্রাণির এমন দৃশ্য দর্শনার্থীদের মধ্যে নতুন মাত্রা যোগ করবে।
পার্ক সূত্রে জানাযায় দু’বছর পূর্বে পার্কে প্রথম জন্মনেয় চার সিংহ শাবক। দূর্লভ চার সাদা সিংহ শাবক সহ পার্কে এখন সিংহ শাবকের সংখ্যা তেরটি। পিছিয়ে নেই রয়েল বেঙ্গল টাইগার ও । টাইগার দম্পতি গত জানুয়ারী মাসে জন্ম দেয় তিন শাবকের। দু’জিরাফের মৃত্যুর শোক কাটিয়ে ১৩ জুন পার্কে আসে নতুন অতিথি জিরাফ শাবক। দু’মাস বয়সের রয়েছে জেবরা শাবক। পাকেৃর অনুকুল পরিবেশে একে একে জন্ম নিয়েছে এক গয়াল শাবক, এক জল হস্তির শাবক, বিশ টি চিত্রা হরিণ ও এক টি মায়া হরিণ শাবক,এক উট পাখির ছানা,সাতটি ময়ুর ছানা, চার টি বিরল ব্ল্যাক সোয়ান ছানা, চল্লিশ টি ম্যান্ডারিন ডার্ক ছানা, এক টি কালিম ছানা। পার্কে জন্ম নেয়া এসব প্রাণি শাবক ও পাখির ছানারা দিন ভর বন্য পরিবেশে দূরন্ত পনায় মেতে থাকে। পার্ক কতৃ পক্ষ এদের জতেœ নিয়ে থাকেন বিশেষ ব্যবস্থা।
পার্কের ওয়াই- লাইফ সুপার ভাইজার ছারোয়ার হোসেন খান জানান অনুকুল পরিবেশে বড় হচ্ছে শাবক গুলো। দশনার্থী দের ভীরে অনেক ক্ষেত্রে প্রজনন ব্যাহত হয়ে থাকে। নিবির পরিবেশ পেলে আরও বেশী দূর্লভ প্রানির শাবক পাখির ছানা জন্মনিবে এ পার্কে। পার্কের ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন জানান বঙ্গবন্ধু শেকমুজিব সাফারি পার্ক আমাদের জাতীয় সম্পদ। পার্ককে আরোও বেশী সমৃদ্ব করতে কতৃপক্ষ নিরলশ কাজ করে যাচ্ছে।