কলারোয়ার কাজীরহাট কলেজে নবীন বরণ অনুষ্ঠান

কামরুল হাসান,কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ার কাজীরহাট ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। অধ্য এসএম সহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী অধ্যাপক সাংবাদিক কে.এম আনিছুর রহমান, প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রতœা, প্রভাষক সাইফুল ইসলাম মিলন প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত সুধিজন ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ফটো ক্যাপশন: কলারোয়ার কাজীরহাট কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।