সারা দেশ
কুষ্টিয়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রাতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় খেতে বজ্রপাতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ ব্যক্তি। ২ জুলাই রোববার দুপুরের দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামের মশাতলা নামক স্থানে বজ্রপাতে এই প্রাণহানি ঘটে। হতাহত হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত দুজনের লাশ পড়ে থাকতে দেখা গেছে। বাকি তিনজনের লাশ পরিবার নিয়ে গেছে। আহত ৫জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান, ১০ ব্যক্তি কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ৫জন নিহত হন। আহত হন আরও ৫জন।
#banglanewsnetwork