দৌলতপুর স্ত্রী মর্যাদা ফিরে পেতে স্বামীর বাড়ীতে স্ত্রীর অনশন

দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামের রবকুল আহামেদের ছেলে ফয়সাল আহামেদ মানিক(২৬) এর বাড়ীতে স্ত্রীর অধিকার ফিরেপেতে অনিকার অনুশোন। অনিকা মথুরাপুর গ্রামের এনামুল হকের মেয়ে। সাংবাদিকদের জানান ২০১২ সাল থেকে মানিকের সাথে তার প্রেমের সম্পর্ক চলতে থাকে এক পর্যায়ে ২০১৬ সালের ২রা মার্চ ঢাকাতে তাদের বিয়ে হয় এবং ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ঢাকাতে সংসার করেন। কিন্তু হঠাৎ করে মানিক আমাকে আর নিতে চাচ্ছেনা সব কিছু অস্বীকার করছে। স্থানীয় সাংবাদিকরা বিয়ের কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে সব মানিকের কাছে আছে বলেন, মেয়েটি বলছে আমি আমার অধিকার ফিরে পেতে চাই। এ ব্যপারে মেয়ের মা বানেরা খাতুন জানান মানিক আমাদের বাড়িতে মেয়ের সাথে আসা যাওয়া করতো আমরা জিজ্ঞাসা করলে মেয়ে ও মানিক বলতো আমাদের বিয়ে হয়েছে কাবিন ঢাকাতে রেখে আসছি।এখন মানিক সব অস্বীকার করছে আমরা এর সঠিক বিচার চাই আমার মেয়ের অধিকার ফিরে চাই।এ বিষয়ে মানিক ও তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করলে মানিকের ফোন বন্ধ পাওয়া যায় এবং তার মা বলেন আমার ছেলে ফোনে কথাবলে তবে কার সাথে তা জানিনা। যদি সত্য হয় তাহলে মেনে নিতে হবে তবে আমার ছেলে প্রতিদিন অনেক সময় ধরে কথা বলতো। অনিকা ও ছদ্ম নামে এক মেয়ে এক বাসাতে থাকতো সেই মেয়ে সাংবাদিকদের মুঠোফোনে নিশ্চিত করেন তারা বিয়ে করে ছিল এবং মানিক আমার বিকাশ নাম্বারে অনিকার খরচের টাকা পাঠাতো ও আমার সাথে মানিকের কথা হত।এ বিষয়ে আর গভিরে যাওয়ার চেষ্টা করলে ঢাকাতে তারা বাসা ভাড়া নিয়ে যেখানে স্বামী স্ত্রীর পরিচয়ে ছিল তারাও মুঠোফোনে ঘটনার সত্যতা জানান।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপিএম জানান কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।