কলারোয়ায় ১শ’ বোতল ফেনসিডিলসহ ভ্যান চালক আটক

কামরুল হাসান,কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথের নির্দেশনায় থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর সূত্র ধরে কলারোয়া থানার এসআই বিপ্লব রায়, এএসআই আব্দুর রহমান, এএসআই রফিক, এএসআই ইছহাক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মদনপুর পাকা রাস্তা থেকে এক ব্যাটারী চালিত ভ্যান আটক করেন। পরে ওই ভ্যানে তল্লাসী করে অভিনব কায়দায় ভ্যানের নিচে সেট করা একটি হার্ডবোর্ড থেকে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ওই ভ্যানসহ ভ্যানের চালক আ: রাজ্জাক (৩৮) কে আটক করে পুলিশ। আটককৃত আ: রাজ্জাক কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের মৃত.এলাই বকস মোড়লের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই ভ্যানে ফেনসিডিল নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রয় ও পাঠিয়ে থাকে বলে জানান থানার এএসআই আব্দুর রহমান। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।