কলারোয়া সংবাদ

গাঁজাসহ এক মহিলা আটক
কামরুল হাসান,কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পারিখুপি গ্রাম থেকে। আটককৃত রাফিজা খাতুন (৩৫) উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পারিখুপি গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকীয়া খানম জানান, ওই মহিলা ও তার স্বামী র্দীঘদিন ধরে বাসা বাড়িতে বসে মাদক দ্রব্য বিক্রয় করে আসছিলো। ইতিমধ্যে তার স্বামীকে থানা পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-৩০(৮)১৭ দায়ের করা হয়েছে। আটককৃত ওই মহিলাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।
২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে কলারোয়ায় বিােভ মিছিল ও সমাবেশ
কামরুল হাসান,কলারোয়া(সাতক্ষীরা): ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কলারোয়ায় বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি বিােভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের আয়োজনে সমাবেশে বক্তারা বলেন, ইতিহাসের এক ভয়াবহ এবং ভয়ানক দিবস এটি। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিলো। আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার দিন এটি। পৈশাচিক এই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ প্রাণ হারান ২৪ জন। আহত হন প্রায় চারশ’ নেতা-কর্মী। বক্তারা গ্রেনেড হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি হামলাকারীরদের বিচার দাবি করেন। সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহজ্ব খায়বার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা মহিলা আ.লীগের আহ্বায়ক সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রতœা, রিনা চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, এসএম মনিরুল ইসলাম মনি, শেখ ইমরান হোসেন, রবিউল হাসান, আসলামুল আলম আসলাম, মোয়াজ্জেম হোসেন, মাহবুবুর রহমান মফে, মনিরুল ইসলাম মনি, আফজাল হোসেন হাবিল, শামছুদ্দীন আল মাসুদ বাবু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, লুৎফুন্নেছা লুতু, চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আ.লীগনেতা শফিকুল ইসলাম, আরিজুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, আব্দুল রহমান, শেখ মোসলেম আহম্মেদ, সাবেক যুবলীগ নেতা শহিদ আলি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুগ্ম আহবায়ক রেজানুজ্জামান লিটু, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
কলারোয়ায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ
কামরুল হাসান,কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে অসহায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সমাজসেবা অফিস থেকে এই হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়। উপজেলা সমাজেসেবা অফিসার শেখ ফারুক হোসেন উপস্থিত থেকে ওই বিতরণ কাজ করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জুলফিকার আলী, উচ্চমান সহকারী আব্দুস সামাদ, ফিল্ড সুপার ভাইজার শেখ সাবের আলী, অফিস সহকারী ইমদাদুল হক, হুমায়ন কাদির, আমিনুর রহমান, কাজী ফজলু, শাহাজান, শের আলী প্রমুখ। উপজেলা সমাজসেবা অফিস থেকে সোমবার উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিবন্ধীদের মধ্যে ৮৪টি হুইল চেয়ার ও ২৪টি ক্রাচ বিতরণ করা হয়।