কবিতাসাহিত্য সাধনা
অন্নদাতা খুশি থাক

আবুল বাশার শেখ
===================
নিরাশার আনন্দ বিদায়
ক্লান্তপথের পথিক ভালো থেকো;
পারিজাত শুভ্রতায়-
যাতনার কালো রঙ ঘন নীল।
পয়সাওয়ালার নিশি রাত নিশ্চুপ
ডাহুকের বেদনায় দেয় ডুব
স্বপ্নের ডুবরীরা নিঃস্ফল সাঁতরায়
এলো মেলো ভাবনা দূরে হারায়।
পথচেয়ে বসে থাকা রমনীর চোখ ক্লান্ত
এলিয়ে দেয় নিজেকে তবুও সাধ মিটেনা।
সব ব্যার্থতার জল বরফগলা নদীর সাথে
সখ্যতা গড়ে আষ্টেপৃষ্ঠে মিশে যায় তবুও
সাধ মিটেনারে, মিটেনারে সাধ।
সবশেষে এতোটুকুই যথার্থ
অন্নদাতা খুশি থাক, খুশি থাক।
তারিখ- ৩ সেপ্টেম্বর২০১৭ রোববার।