শ্রীপুরে প্রতিবন্ধিকে কোপিয়ে জখমের অভিযোগ

শ্রীপুর প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধি জাগরণ সমবায় সমিতির কার্যনির্বাহী সদস্য ও শারিরীক প্রতিবন্ধি হয়রত আলী (৫০) কে কোপিয়ে জখম করেছে র্দূবৃত্তরা। হামলার ঘটনা ঘটে বুধবার রাতে শ্রীপুর কলেজ পাড়া এলাকায়। প্রতিবন্ধি সমিতির সভাপতি ও দৃষ্টি প্রতিবন্ধিদের সহায়তায় বৃহসপতিবার দুপুরে হযরত থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানাযায় হযরত দু’পাবিহীন শারিরীক প্রতিবন্ধি। স্ত্রীর সহায়তায় হুইল চেয়ারে বসে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত সাতটার দিকে পার্শবর্তী কালাম ও তার সহযোগীরা হযরতকে তার ভাড়া করা বাসার সামনে এলোপাথারী পিটিয়ে কোপিয়ে গুরুত্বর আহত করে। দৃষ্টি প্রতিবন্ধি মস্তু,সারুয়ার,রাসেল ও প্রতিবন্ধি সমিতির সভাপতি হারুন-অর রশিদের সহায়তায় রাতেই তাকে প্রথমে শ্রীপুর পরে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হ্সপাতালে ভর্তিকরেন। বৃহসপতিবার প্রতিবন্ধিদের সহায়তায় হযরত থানায় অভিযোগ দায়ের করেন। শ্রীপুর প্রতিবন্ধি সমবায় সমিতির সদস্যরা হযরতের উপর হামলা দৃষ্টান্ত মূলক শাস্তি ও হামলাকারীদের গ্রেফতার দাবী করেন। শ্রীপুর থানার ওসি অপারেশন হেলাল উদ্দিন জানান অভিযোগের তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা নেয়া হবে।