রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ করতে তৌহিদী জনতার হুঁশিয়ারি

আমানউল্লাহ, শ্রীপুর, (গাজীপুর) প্রতিনিধি: রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধ করতে মিয়ানমার সরকারকে হুঁশিয়ারি দিয়েছে মুসলিম সমাজ ।
শুক্রবার জুমার নামাজ আদায়ের পর গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার নামক স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় তৌহদী জনতা।
এ সময় স্থানীয় মসজিদ মাদ্রারাসার ইমাম, মোয়াজ্জেমসহ প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসলমান এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মিয়ানমান সরকার ও তার পেটুয়া বাহিনী একের পর এক নিরীহ রোহিঙ্গাদের উপর যে ভাবে হত্যা নির্যাতন চালাচ্ছে তা ইতিহাসকে হার মানায়। অং সান সুচি গণতন্ত্রের কথা বলে গণহারে মানুষ হত্যা করছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছেনা নারী ও শিশুরাও। অবিলম্বে এসব গণহত্যা বন্ধ না করা হলে মিয়ানমারের সাথে বাংলাদেশের সব সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জৈনাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ উল্লাহ্, মুফ্তি হেদায়েদ উল্লাহ্ রহমানিয়ার, সাবেক ইউপি:সদস্য দুলাল মিয়া প্রমুখ।