প্রাণের বাংলাদেশবন ও পরিবেশ

ভালুকায় “হাছানিয়া সৌদিয়া খেজুর বাগান”এর চারা উৎপাদন শুরু

বিশেষ প্রতিনিধি: উপজেলার পাড়াগাঁও গ্রামে হাছানিয়া সৌদিয়া খেজুর বাগান নামে এক বাগানে চারা উৎপাদন শুরু করেছেন এক যুবক।
জানা যায়,পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার যুবক আফাজ পাঠান তার পার্শ্ববর্তী সৌদি খেজুর বাগান দেখে উৎসাহিত হয়ে তার বাড়ীর আঙিণা ও পতিত জমিতে সৌদি খেজুরের বাগান করে চারা উৎপাদন শুরু করেছে।আফাজ তার ১বিঘা জমিতে বিক্রির জন্য প্রস্তুত ৮শ চারা এবং আরো ২হাজার বীজ রোপন করেছেন চারা উৎপাদনের জন্য।
ইতমধ্যে সে সামান্য পরিমানে চারা বিক্রি শুরু করছেন বলে জানান। প্রতি চারা সাইজ পার্থ্যকে ১/২ হাজার এবং কোন কোনটি ১৫ হাজার টাকা দাম হবে বলে সে জানায়। তার বাগানে বিভিন্ন জাতের মধ্যে-আজওয়া,আমবার,মরিয়ম,বারহি ও সুক্কারি অন্যতম। প্রথমে মোতালেব এর কাছ থেকে পরে সৌদি আরব থেকে বীজ সংগ্রহ করে আফাজ গড়ে তুলছে তার বাগান। তার বাগানে সে ছাড়াও কয়েক বছরের অভিজ্ঞ জ্ঞাণেন্দ্র বর্মন নামে চারা উৎপাদনের কারিগড় কাজ করছেন।
আফাজ জানান, চারা বিক্রির জন্য প্রস্তুতিসহ ক্রেতার বাগানের চারা লাগিয়ে ফলনের ব্যাপারেও সে সাহায্য করতে চায়।
সৌদি খেজুরের চারা ক্রয় করতে ইচ্ছুকগন যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায়-আফাজ পাঠান,গতিয়ার বাজারের দক্ষিণ পার্শ্বে,ভালুকা,ময়মনসিংহ। মোবাইল-০১৭২৭ ৩৮৮ ০৩৩।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button