জাতীয়

সিলেটে পাথর ধসে নিহত ৬

বিশেষ প্রতিনিধ: সিলেটের কানাইঘাট উপজেলায় পাথর ধসে ৬জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটায় উপজেলার ১ নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের (পূর্ব) মুলাগুল বাংলাটিলায় এ ঘটনা ঘটে। আরও কয়েকজন  নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন নাহিদ আহমেদ (১৩), শাকিল আহমেদ (১৬), মারুফ (১৭), শুক্কুর আলী (৪০), জাকির ও আব্দুল কাদির। নিহতরা সবাই বাংলাটিলা গ্রামের বাসিন্দা।

কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, নদীর তীরবর্তী বাংলাটিলার এলাকায় পানি কমে যাওয়ায় নিচ খুঁড়ে পাথর উত্তোলন করার সময় এ দুরঘটনা ঘটে। সকালে উপর থেকে বড় এক টুকরা পাথর ধসে পড়ে।

এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুপুর একটা পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন তৎপরতা চালাচ্ছে বলেও জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button