সাহিত্য সংবাদসাহিত্য সাধনা

বেগম মুশতারী পাচ্ছেন অনন্যা সাহিত্য পুরস্কার

অনলাইন ডেস্ক: বিশিষ্ট লেখক ও মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী পাচ্ছেন ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৪’। মুক্তিযুদ্ধবিষয়ক প্রবন্ধ, স্মৃতিকথা, সৃজনশীল সাহিত্য ও সাহিত্য সংগঠক হিসেবে বাংলাদেশের সাহিত্যে বিশেষ অবদানের জন্য গুণী এই সাহিত্যজনকে এবার তাকে তাৎপর্যবহ এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।
আগামী ২ ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে মনোনীত ব্যক্তির হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। এরই মধ্য দিয়ে এই প্রথমবারের মতো অনন্যা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান রাজধানীর বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রখ্যাত লেখক-সাংবাদিক আবুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন নারীনেত্রী লেখক অধ্যাপক মালেকা বেগম এবং মুখ্যবক্তা হিসেবে থাকবেন লেখক অধ্যাপক ফেরদৌস আরা আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
বেগম মুশতারী শফী একাধারে সাহিত্যিক, সম্পাদক, বেতার ব্যক্তিত্ব, উদ্যোক্তা, নারীনেত্রী, সমাজসংগঠক এবং সর্বোপরি সাহসী মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি চট্টগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি। এ যাবৎ তিনি লিখেছেন উপন্যাস, ভ্রমণকাহিনি, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থ ও মুক্তিযুদ্ধবিষয়ক বই। তার প্রকাশিত বইয়ের সংখ্যা বিশের অধিক।
মুশতারী শফীর জন্ম ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার স্বামী ডা. মোহাম্মদ শফী ও তার বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছোটভাই এহসান শহিদ হন। পরিবারটি সবসময়ই চট্টগ্রামের বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল।
উল্লেখ্য, বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতিবছর একজন নারী-সাহিত্যিককে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। এ পর্যন্ত এই পুরস্কার পেয়েছেন- সেলিনা হোসেন, রিজিয়া রহমান, ড. নীলিমা ইব্রাহিম, দিলারা হাশেম, রাবেয়া খাতুন, ড. সনজীদা খাতুন, শহিদ জননী জাহানারা ইমাম (মরণোত্তর), নূরজাহান বেগম, রাজিয়া খান, রুবী রহমান, পূরবী বসু, আনোয়ারা সৈয়দ হক, মকবুলা মনজুর, ঝর্ণাদাশ পুরকায়স্থ, সালেহা চৌধুরী, নূরজাহান বোস, মালেকা বেগম, কাজী রোজী, ড. নিয়াজ জামান, জাহানারা নওশিন, সোনিয়া নিশাত আমিন ও বেগম আকতার কামাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button