বান্দরবানে বিশ্ব মানবাধিকার দিবস’২০১৭ পালিত

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: “আসুন সমতা, ন্যায়-বিচার এবং মানব মর্যাদার জন্য দাঁড়াই” এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে বিশ্ব মানবাধিকার দিবস’১৭ পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান পৌরশাখা।
এ উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান প্রেস কাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বান্দরবান মানবাধিকার কমিশনের পৌরশাখার সভানেত্রী নীলিমা আক্তার নীলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান প্রেস কাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। এছাড়া প্রেস কাবের কোষাধ্যক্ষ মিনারুল হক, মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মোমেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বণাথ রায়সহ মানবাধিকার কমিশন পৌরশাখার নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার মানুষের উন্নয়নে কাজ করছে। আজ দেশের মানুষের সাথে সরকারের সু সর্ম্পক গড়ে উঠেছে। দেশের মানুষের জীবন যাত্রারও ব্যপক প্রসার ঘটেছে। এসময় বক্তারা সকলকে সরকারে সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
পরে এক সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।