সারা দেশ

নবীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে খাস জমি পেলেন ভূমিহীন জনপ্রতিনিধি

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ব্রীজের নিচে বসবাস স্থানীয় জনপ্রতিনিধি রহিমা বেগমের। এনিয়ে গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ১২ শতক খাস জমি বরাদ্দ পেয়েছেন রহিমা বেগম। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্তকর্তা তাজিনা সারোয়ার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমান সরজমিনে গিয়ে ভূমিহীন জনপ্রতিনিধি রহিমা বেগমকে দখল বুঝিয়ে দেন। সরকারী ভূমি পেয়ে আনন্দিত রহিমা বেগমের পরিবার ও এলাকাবাসী। উল্লেখ্য, দীর্ঘ এক যুগ ধরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম রাস্তা সৈয়দগঞ্জ বাজার সংলগ্ন মনু খালের ব্রীজের নিচে বসবাস করে আসছেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রহিমা বেগম। সারা দিন-রাত তাদের উপর দিয়ে চলাচল করে কয়েক হাজার যানবাহন। গেল নির্বাচনে সংরক্ষিত আসনের ইউপি সদস্য নির্বাচিত হয়েও ভূমিহীনের তালিকা থেকে নাম কাটাতে পারেননি তিনি। এ ব্যাপারে গত বছরের ডিসেম্বর মাসে গনমাধ্যমে নারী ইউপি সদস্য রহিমা বেগমের মানবেতর জীবনযাপনের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তার। তিনি খোজঁ খবর নিয়ে ভূমিহীন হিসেবে রহিমা বেগমকে পূর্নবাসন করার উদ্যোগ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার ওই এলাকার খাস জমি থেকে ১২ শতক ভূমি রহিমা বেগমের নামে বরাদ্দ দেন। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্তকর্তা তাজিনা সারোয়ার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমান সঙ্গীয় সার্ভেয়ারসহ স্থানীয় চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ইউপি সদস্যদের সাথে নিয়ে সরজমিনে গিয়ে রহিমা বেগমকে বরাদ্দকৃত ভূমির দখল বুঝিয়ে দেন। নারী ইউপি সদস্য রহিমা বেগম বলেন, গনমাধ্যমে সংবাদ দেখে ইউএনও মহোদয় আমার পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। এর জন্য তিনি গনমাধ্যমকর্মী ও ইউএনও সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বরাদ্দকৃত ভূমিতে ঘর বাড়ী নির্মানের জন্য বৃত্তবানদের প্রতি সাহায্যের আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button