শ্রীপুরে নারীর মরদেহ উদ্ধার
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুর থানা পুলিশ বুধবার রাতে কেওয়া পুর্ব খন্ড গ্রামের বাবুলের বাড়ী থেকে তার স্ত্রী রিনা আক্তার (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে। নিহত রিনা আক্তার গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামের আ.গফুর মোল্লার মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা করেছে।
জানা যায়, বাবুলের একাধিক স্ত্রী রয়েছে। রিনার সাথে প্রায়ই বাবুলের ঝগড়া হতো। বুধবার রাতে অজ্ঞাত কারণেই রিনার মৃত্যু হয়।
স্থানীয় পৌর কাউন্সিলর জিলাল উদ্দিন দুলাল জানান, রাতে খবর পেয়ে বাবুলের বাড়িতে গিয়ে চৌকির উপর রিনার মরদেহ দেখতে পান। বাবুলের পরিবারের দাবী অসুস্থ্য হয়ে রিনার মৃত্যু হয়েছে। নিহতের ভাই আনোয়ার হোসেন বলেন,স্বামী নির্যাতন করে তার বোনকে হত্যা করেছে।
তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এস.আই খায়রুল ইসলাম জানা ,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।