ভালুকা উপজেলাসারা ভালুকা
ভালুকায় জাতীয় গার্মেন্টস শ্রমিকলীগের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধিঃ জাতীয় গার্মেন্টস শ্রমিকলীগের ভালুকা আঞ্চলিক শাখার নবগঠিত কমিটিকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভালুকার সীমান্ত এলাকা মাস্টারবাড়ি থেকে বিশাল এক মটর শোভাযাত্রা সহ ফুল দিয়ে ওই কমিটিকে বরণ করে নেয় কর্মীরা। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোঃ রফিকুল ইসলাম রফিক ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা হাজী মোঃ এমদাদুল হক সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তুফা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিকি স্বপন, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলীক শাখার সাবেক আহবায়ক মোঃ নাজমুল হক সরকার প্রমুখ।