মিডিয়া দেশ-বিদেশসংস্কৃতি-বিনোদনসাহিত্য সংবাদসাহিত্য সাধনা

সাংবাদিক আবুল বাশার শেখ’র কবিতার বই ‘হৃদ্যতার নিশিকাব্য’র মোড়ক উন্মোচন

বইমেলা প্রতিবেদক: এ সময়ের সাংবাদিক, কলামিষ্ট, কবি আবুল বাশার শেখ’র লেখা ১ম কবিতার বই ‘হৃদ্যতার নিশিকাব্য’র মোড়ক উন্মোচন করেছেন ভেজাল বিরোধী আন্দোলনের অগ্রনায়ক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অতিরিক্ত সচিব মোঃ রোকন উদ-দৌলা, নজরুল ইনস্টিটিউট এর ডিপুটি ডিরেক্টর বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কবি আলহাজ¦ লায়ন এম এ রশিদ।
কবি টিমুনি খান রনো‘র সঞ্চালনায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত প্রোগ্রামে বইয়ের লেখক কবি আবুল বাশার শেখ, বাবুই প্রকাশনীর প্রকাশক মোরশেদ আলম হৃদয়, শিল্পী কাজী রোজী, অভিনেতা মিল্টন, মাহমুদুল হাসান পাঠান হিমেল প্রমূখ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মোঃ রোকন উদ-দৌলা তাঁর বক্তব্যে বলেন- তরুন সাংবাদিক, কলামিষ্ট, কবি আবুল বাশার শেখ’র লেখা কবিতাগুলোয় গ্রামীন পটভূমি ছন্দ-ছড়ার মাধ্যমে চমৎকার ভাবে ফুটে উঠেছে। আমি লেখকের উজ্জল ভবিষ্যত কামনা করছি। বইয়ের লেখক কবি আবুল বাশার শেখ- এই কাব্যগ্রন্থের প্রতিটি লেখা আমি জীবনের নানা ঘটনা নিয়ে লেখা। এই লেখাগুলো অনেক আগের। লেখাগুলো আশা করি পাঠকদের ভালো লাগবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button