খেলাধূলা
ভালুকায় স্টুডেন্ট ফ্রেন্ডস ক্লাবের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামে স্টুডেন্ট ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ইব্রাহীম সরকারের সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল্লাহ মেহেদীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ছাত্রলীগের কেন্দ্রীয় উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিনার হোসেন, মো; শারফুল ইসলাম, সুরুজ মিয়া,নুরুজ্জামান, আনাস ইবনে জামাল,কবি সফিউল্লাহ আনসারী, মঞ্জুর মাহমুদ, নাসির হোসেন কুমার,ক্লাবের সভাপতি ইঞ্জি: ইমরান মোল্লা,লিটন খান,সম্পাদক রেজাউল খান শামীম, শামীম মোল্লা, মিজান মোল্লা, সোহাগ আকন্দ প্রমূখ।
ব্যাতিক্রমি এ আয়োজনে, বালিশ খেলা, কয়েল আলগা করা, সেদ্ধ আলুর খোসা ছাড়ানো, তেল দেয়া কলাগাছ বেয়ে উপরে উঠা, বলিবলসহ বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করা হয়।