ঢাকাবিভাগীয় খবর

ফরিদপুরে দুদকের মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাব রক্ষকের কারাদন্ড

কে. এম. রুবেল, ফরিদপুর: ফরিদপুরে দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাব রক্ষক আব্দুল হাই (৫৫) কে নয় বছরের সশ্রম কারাদন্ড এবং ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা আনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের জজ মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময়য় জামিনে থাকা আব্দুল হাই আদালতে উপস্থিত ছিলেন। আদালত থেকে তাকে সরাসরি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সুত্রে জানায় যায় ১৯৯৮-৯৯ অর্থ বছরে শরীয়তপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের কর্তনকৃত আয়কর ও ভ্যাট বাবদ ছয় লাখ ৬৮ হাজার ১১টাকা সরকারি কোশাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছিলেন শরীয়তপুর পৌরসভার তৎকালীন হিসাব রক্ষক আব্দুল হাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় (দুদক) ফরিদপুরের আইনজীবী মো. মজিবর রহমান বলেন, এই অভিযোগে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর শরীয়তপুরের পালং থানায় জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মোফাজ্জেল হোসেন হাওলাদার বাদী হয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button