সারা দেশ
ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেছে রোটারী কাব অব ফরিদপুর
কে. এম. রুবেল, ফরিদপুর।
ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করেছে রোটারী কাব অব ফরিদপুর। সোমবার বিকেলে কাবের হল রুমে ৪০ জন অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। শাড়ী ও লুঙ্গী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারী কাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট রোটা. মো. মনিরুল ইসলাম ফরহাদ, কাব সেক্রেটারি রোটা. নাজমা আক্তার, পিপি রোটাঃ এ্যাডঃ মোঃ সায়েদুন্নদী, পিপি রোটাঃ এ্যাডঃ মোঃ আলমগীর কবির ভূইয়া, আইপিপিঃ রোটাঃ তুষার দত্ত, প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ মোঃ এনামূল হক, রোটাঃ ডাঃ সালাউদ্দীন দীলিপ, রোটাঃ ডাঃ মোঃ কামাল উদ্দীন, রোটাঃ সম্পা দাস, রোটাঃ অলোকেশ রায়, রোটাঃ আরেফা আক্তার রিমা, রোটাঃ মানব কুমার, রোটাঃ শহীদুল ইসলাম, রোটাঃ সালমা মাহাতাব প্রমুখ।