আর্জেন্টিনা জয়লাভ করায় নবীগঞ্জের সমর্থক ফোরামের মাঝে আনন্দ উল্লাস
নবীগঞ্জ প্রতিনিধিঃ চলতি রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল খেলায় গত মঙ্গলবার গভীর রাতে উত্তেজনাপূর্ন ম্যাচে নবীগঞ্জে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে চ্যালেঞ্জিংভাবে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করায় আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির ফুটবলপ্রেমীদের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে। শত প্রতিকুলতা প্রতিহত করে গোলমেশিন মেসির জাদুকরী গোলে আর্জেন্টিনা জয়ের দিকে এগিয়ে গিয়ে শেষে জয়লাভ করার সমর্থকদের মাঝে আনন্দ বিরাজ করছে। পরবর্ত্তী ম্যাচে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করে বিবৃতিদাতারা হলেন,আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির সভাপতি সাইফুল জাহান চৌধুরী,সহ-সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক মোঃ আশফাকউজ্জামান চৌধুরী,যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না,সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, নির্বাহী সদস্য মোঃ কাজল মিয়া, পিন্টু রায় ,আমিনুল হক,পবিত্র বনিক, সুকেশ চক্রবর্ত্তী,আব্দুল মজিদ,মোঃ আকিকুর রহমান সেলিম, ইকবাল আহমদ,হিমাদ্রী শেখর দাশ,সুমন তালুকদার,জ্যোতিষ সরকার, মোজাহিদ আলম চৌধুরী,মেহেদী হাসান জসিম,অনুপ দাশ,রিন্টু কুমার দাশ,চান্টু সুত্রধর, বকুল চক্রবর্ত্তী,বিপ্লব চন্দ্র দাশ, রিপ্টু তালুকদার লিপ্টু,উত্তম কুমার বর্মন,নুরুল ইসলাম,সেলিনা আক্তার, রফিকুল ইসলাম,স্বপ্না দেবী,শেখ ছৈইফা রহমান কাকলী,ইউনুস মিয়া,প্রনয় দেবনাথ,শেখ দেওয়ান আব্দুল বাছিত,সঞ্জয় দাশ,সুজিত পাল,রতন লাল রায়,সুরঞ্জন রায়,রামকৃষ্ণ সরকার,হেমেন্দ্র সরকার,শান্ত দাস,দুর্লভ দাশ,সুকমল দাস,রনি রায়,লিপ্টন রায়,সুদীপ তালুকদার,মামুন মিয়াসহ সকল সমর্থকবৃন্দ। চলতি আসরের বিশ্বকাপ খেলায় বর্তমান জনপ্রিয় সেরা তারকা লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল সামনের দিকে এগিয়ে জয়লাভ করবে এটাই সমর্থকদের বিশ্বাস।