বিএফইউজে’র নব নির্বাচিত সভাপতি মোল্লা জালালকে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ॥ বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোল্লা জালালকে গতকাল জাতীয় প্রেসকাবে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া-জেইউকে’র পক্ষ থেকে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী কমিটির নব নির্বাচিত সদস্য মাহমুদ হাসানসহ সাংবাদিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, গত ১৩ জুলাই শুক্রবার বিএফইউজে’র ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়নগঞ্জ, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী ও বগুড়া কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঐদিনই সভাপতি পদ ব্যতিত সহ-সভাপতি ইশতিয়াক রেজা, মহাসচিব শাবান মাহমুদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ, দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়নসহ নির্বাহী পরিষদের সকল পদের ফলাফল ঘোষণা হয়। গতকাল সভাপতি পদের ঘোষণা হয়। এতে মোল্লা জালালকে দুই ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন।