কবিতাসাহিত্য সাধনা
‘মায়ের আগমনে’ –উত্তম কুমার পাল হিমেল
শরতের ছোঁয়া লেগে নব কিশোলয়
জাগিয়া উঠিল প্রাণ, জাগিল হৃদয়।
তোমার আগমন লাগি ধরণী জুড়িয়া
নব নব রংঙে আজি উঠিল সাজিয়া।
ভুবনে বহিছে সুর, রাগ-অনুরাগে
মুগ্ধ করিতে তোমায় মধুর সংগীতে।
লহরী, ঝংঙ্কার, আর সুরের মুর্ছনা
সকলি করিছে তোমার চরণ বন্দনা।
প্রেমের বার্তা নিয়ে এসো মাগো তুমি
পুনঃ পুনঃ এসো, অসুর দমন লাগি।
সাধু জন পায় ত্রাণ তোমার আশিষে
জগতে মঙ্গল বাণী, তোমার প্রকাশে।
আনন্দ উঠুক ফুটে জগত ভরিয়া
মায়ের ¯েœহের ছাঁয়ায় পূর্ণ করিয়া।
ধন্য মাগো ভক্ত যারা, তব ধন্য আগমন
তোমার পদে পূর্ণ হোক সকল আকিঞ্চন।।