সারা দেশ
হাফিজ উদ্দিন মাষ্টারের নেতৃত্বে ভালুকা থেকে বিশাল গাড়ীবহর নিয়ে ঢাকা জাতীয়পার্টির সমাবেশে যোগদান
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ১১ ভালুকা আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হাফিজ উদ্দিন মাষ্টারের নেতৃত্বে বিশাল গাড়ীবহর নিয়ে ঢাকায় সম্মিলিত জাতীয় জোটের উদ্যোগে মহাসমাবেশে যোগদান করেছে। ২০(অক্টোবর) সকালে উপজেলা জাতীয়পার্টির কার্যালয় থেকে সকল অঙ্গ ও সহযোগী সংগঠণের সকল নেতৃবৃন্দ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্নসাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক আহবায়ক মোঃ হাফিজ মাষ্টারের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির একাংশের বহর নিয়ে জাতীয় জোটের উদ্যোগে মহা-সমাবেশ সফল করার জন্য রউনা দিয়েছেন।