শফিউল ইসলামের ‘পিএইচডি’ লাভ

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববদ্যিালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধীনে পিএইচডি ডিগ্রি র্অজন করেছেন শেখ মোহাম্মদ শফিউল ইসলাম। গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত বিশ্বাবদ্যালয় সিন্ডিকেট সভায় তার ‘পিএইচডি’ ডিগ্রির অনুমোদন দেয়।
‘Perception of Farmers on the Impact of Television Programme in Sustainable Agricultural Development of Bangladesh: A Case Study on Hridoye Mati O Manush’ এই অভিসন্দর্ভের জন্য তিনি এ ডিগ্রি লাভ করনে।
সাবেক প্রধান তথ্য কমশিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদকিতা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রহমানের তত্ত্বাবধানে ড. ইসলাম তার গবেষণার কাজ সম্পন্ন করেন।
বর্তমানে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।
ড. ইসলাম দেশ-বিদেশের বিভিন্ন উন্নয়ন ও দাতা সংস্থার জন্য গবষেণা, প্রশক্ষিণ এবং অ্যাডভোকেসি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করেন। তিনি দেশ-বিদেশের প্রায় বহু সাংবাদিক, সরকারি র্কমর্কতা ও উন্নয়ন র্কমর্কতাকে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি যৌথভাবে ১০টি বই লিখেছেন। তার উল্লেখযোগ্য সংখ্যক গবষেণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।