ভালুকায় আলমদিনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে রাসেল মৃধা সভাপতি কবির সম্পাদক
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে উপজেলার অন্যতম আলমদিনা শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী সমিতির সাধারন পরিষদের নির্বাচনে মাহমুদুল হাসান মৃধা রাসেল সভাপতি ও জহিরুল ইসলাম কবির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩০ জানুয়ারী) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা ও ভোট গ্রহন কার্যক্রম সম্পন্ন করেন, মহসিন সরকার সবুজ( প্রধান নির্বাচন কমিশনার) মো: ছফির উদ্দিন বাচ্চু(সহ: নির্বাচন কমিশনার) ও হানিফ মো: নিপুণ(নির্বাচন কমিশন সচিব) । নির্বাচনে অন্যান্য পদে জয়ী হয়েছেন, নেকবর আলী মামুন(সহ সভাপতি), সোহেল রানা(সহ সম্পাদক), বাদশা মিয়া আলমগীর (কোষাদক্ষ) ও সদস্য পদে মনিরুজ্জামান মিল্টন, কামাল ফকির, সম্রাট শাহজাহান, ফারুক মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে সিডস্টোর বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি শাহাব উদ্দিন তালুকদার, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন।