কবিতাসাহিত্য সাধনা
ঢের ভালবাসি
আবুল বাশার শেখ
রক্ত চাহনীর আল্পনায় যত্নশীল প্রিয়া,
তাজা ফুলের মিশ্রিত গন্ধ দূর্গন্ধ ছড়ায়-
ধরিত হাতের মুঠে ফুলের বদলে কাঁটা
তবুও ভালবাসার কমতি হয়না।
বুকের ক্যানভাসে শোভিত ভালবাসা বার বার কাছে টানে,
সাহসের ভীরে ভয় লাগে তবুও এগিয়ে যাই,
রাতের তারায় স্বপ্ন হারায় জাগ্রত থাকি
ঢের ভালবাসি সোনার ময়না পাখি।