ভালুকায় ৫০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : বৃদ্ধসহ দুইজনকে কারাদন্ড
ভালুকা উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্চিন্ন করেছেন। এ সময় এক বৃদ্ধসহ বাড়ির দুই মালিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ঘটনাটি শনিবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলার কাশর গ্রামে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ভ্রাম্যামন আদালতের নির্বার্হী ম্যাজিট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেনের নেতৃত্বে তিতাত গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিট্রিভিশন কোম্পানী লিমিটেড ভালুকা গ্যাস বিক্রয় কেন্দ্রের লোকজন উপজেলার কাশর গ্রামে ৫০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় ৫ টি চুলা ও ১৪ টি রেগুলেটর জব্দ করা হয়। পরে নির্বার্হী ম্যাজিট্রেট বাড়ির মালিক ওই গ্রামের সিরাজুল হক (৭০) ও উজ্জ্বল মাহমুদকে (২৯) অবৈধ গ্যাস ব্যবহার ২০১০ এর ১০ (২), (ক) আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
তিতাত গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিট্রিভিশন কোম্পানী লিমিটেড ভালুকা গ্যাস বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান জানান, এর আগেও দুইবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ জরিমান করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।