শিরোনামহীন

ক্যান্সারে আক্রান্ত সঙ্গীতশিল্পী স্বীকৃতি!

ভালুকা নিউজ.কম– বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভূক্ত সঙ্গীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ক্যান্সারে আক্রান্ত। ব্যাংককে চিকিৎসা করতে গিয়ে তার এই গুরুতর রোগটি ধরা পড়ে।

আর্থিক সংকটের কারণে তিনি সেখানে ভর্তি না হয়ে ঢাকায় ফেরত আসেন। ‘ননহডজকিন লিম্ফোমা’ নামক ঘাতক রোগ থেকে মুক্তির জন্য তিনি সবার কাছে দোয়া ও আর্থিক সাহায্য চেয়েছেন। চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা যোগাড় হলেই তিনি উন্নত চিকিৎসার জন্য আবার ব্যাংকক যাবেন।

সবার সাহায্য, ভালোবাসা ও সহযোগীতা চেয়ে তিনি ২৭ আগষ্ট তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘প্রিয় আপনজন ও বন্ধু জন। অনেক বেশী বেশী গান গাইতে চাই। সুস্থ হয়ে উঠতে চাই। সবার সাথে বন্ধুত্ব আড্ডায় মেতে উঠতে চাই। ছোট্ট বাচ্চাটাকে বড় হতে দেখতে চাই। আমার ৭ বছরের বাচ্চাটা তো কিছুই বোঝেনা, সে জানে তার মাকে ব্লাড দিলেই সুস্থ হয়ে উঠবে। আমিও বাঁচতে চাই আমার সন্তানের জন্য।’

উল্লেখ্য, তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ বেতারে প্রথমেই ‘ক’ শ্রেণীর শিল্পী হিসেবে স্থান পেয়ে যান। এখন পর্যন্ত সাতটি একক অ্যালবাম ও পঞ্চাশের বেশি মিশ্র অ্যালবাম বাজারে এসেছে। চলচ্চিত্রে প্রায় সাড়ে পাঁচশ’গান গেয়েছেন তিনি।
সর্বশেষ ‘অ্যাকশন জেসমিন’ ছবিতে স্বীকৃতির গাওয়া ‘পান জর্দা চমন’ শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

তিনি তার ফেসবুক পেজে আরো বলেন, ‘প্লিজ আল্লাহ্‌ আমাকে সাহায্য করো। আমার আপন জনদের হেল্প আমি কামনা করছি। আগামীকাল ঢাকা ফিরবো, কারণ অনেক শুভাকাঙ্ক্ষী ও আপনজনদের পরামর্শ নেবো। এত এত টাকা আমার একার পক্ষে সংগ্রহ করা তো সম্ভব নয়। আমার গুরুজন ও বন্ধু জন মিলে যে ডিসিশন নেবেন সেভাবেই চিকিৎসা শুরু করতে হবে। ডাক্তার বলেছে খুব জলদি, মানে খুব দ্রুত চিকিৎসা শুরু করতে।’

এই কঠিন ব্যাধির চিকিৎসা স্বীকৃতি ও তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানাচ্ছেন সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পীরা।

ভালুকা নিউজ.কম পরিবারের পক্ষ থেকে আমরা শিল্পীর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করছি সে সাথে দেশবাসীর প্রতি সাহায্যের হাত প্রসারিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button