শিরোনামহীন
মোহনা টেলিভিশনে ‘মাটির পরী’
বিনোদন প্রতিবেদক:
মাহফুজ ইমরানের রচনায়, নাসির উদ্দিন মিলনের পরিচালনায় গ্রামীন পটভূমিতে নির্মীত নাটক ‘মাটির পরী’ আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহরিয়ার নাজিম জয়, স্বাগতা, নাসিমা চৌধুরী, সিরাজ হায়দার, কালা আজিজ, ডন, রুবেল রহমান, ডেঞ্জার শাহিন প্রমূখ। এই নাটকের মাধ্যমে নতুন ভাবে দর্শকদের সামনে হাজির হচ্ছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকা ভূক্ত কúশিল্পী রুবেল রহমান। নাটকটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ কিরণ।