গ্রামীণ কৃষিপ্রাণের বাংলাদেশরাজৈসারা ভালুকা
ভালুকায় মৎস অধিদপ্তরের পোনা মাছ অবমুক্তি কার্যক্রম
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ.কম:ভালুকা উপজেলায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নাগারচিং রুপিখাল ও তৎসংলগ্ন প্লাবন ভূমি ও রাজৈ ভূমি অফিসের পুকুরে উপজেলা মৎস অধিদপ্তর, ভালুকা’র উদ্যোগে ২০১৫-১৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তি কার্যক্রম এর শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সিনিয়র জেলা সহকারী পরিচালক লুৎফর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা রোমানা শারমিন, সমবায় অফিসার কামরুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ শাহ্জাদা, সহকারী মৎস কর্মকর্তা ইন্দ্র চন্দ্র দাস প্রমুখ।