ভালুকায় দুই দিন ব্যাপী ডিজিটাল মেলা
বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কে দুই দিন ব্যাপী ডিজিটাল ও ইন্টারনেট সপ্তাহ মেলা উদ্ভোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ এম আমান উল্যাহ এমপি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, অধ্য ওয়াসেক আল আমীন শিপন, ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ, নারী উদ্যোক্তা নুশরাত জাহান, জুবায়ের আহমেদ রাজু, নুরে আলম সিদ্দিকি, রওনাক শিহাব রব্বানী, আব্দুল জলিল প্রমূখ। এর আগে ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বরে একটি স্থায়ী মুক্তমঞ্চ উদ্বোধন করা হয়।