মানবিক
বোবা লোকটি কে ?
গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার এলাকার সলপুনিয়া গ্রামে এই ব্যাক্তিটি প্রায় ৩মাস যাবত অবস্থান করছে।কিন্তু তার কোন পরিচয় কেউ জানেনা ।কারন লোকটি কোন কথা বলতে পারেনা।সে ওই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো:সোবহান এর বাড়ীতে বসবাস করে বিভিন্ন কৃষি কাজের শ্রমিক হিসেবে রয়েছে।লোকটি বোবা হওয়ায় তার নাম-ঠিকানা বলতে পারেনা।
লোকটি যদি কারো স্বজন হয়ে থাকে তবে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করতে পারেন-। মোবাইল-01917992443