ভালুকায় তিন ছিনতাইকারী গ্রেফতার
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ.কম: ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ তিন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলা মল্লিকবাড়ি ৯ নম্বর ব্রীজ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ৪/৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারীদল মল্লিকবাড়ি ৯ নম্বর ব্রীজের উপর উঁৎ পেতে থেকে বিভিন্ন যানবাহন আটকিয়ে চাঁদাবাজি করছিল। এ সময় উপজেলার মল্লিকবাড়ি থেকে ভালুকা সদরে আসার পথে ট্রাক (ঢাকা মেট্রো-ড-৫৭৬২) ড্রাইভার আবুল হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামারিশপুর গ্রামের সোহেল (৩০), আরিফ (২৫) ও শফিককে (২০) হাতেনাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে ট্রাক ড্রাইভার আবুল হোসেন বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, গ্রেফতারকৃতদের দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।