সারা ভালুকাহবিরবাড়ি
ভালুকায় ভ্রাম্যমান আদালতে তিন জনের শাস্তি
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ.কম: ময়মনসিংহের ভালুকায় অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে দুই জনকে ১৫ দিন করে সাঁজা এবং স্কুল কলেজের ছাত্রীদের উত্তক্ত করার অভিযোগে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট।
সাজাপ্রাপ্তরা হলো, গফরগাঁও পাগলা থানার দীঘলবাগ গ্রামের আবুল কালামের ছেলে মোখলেছুর রহমান (৩০) ও ভালুকা উপজেলার কাচিনা গ্রামের আব্দুস সামাদের মেয়ে খোদেজা (৪৩) এবং ভালুকা উপজেলার সোহাল গ্রামের দুলাল মন্ডলের পুত্র এমরান (২০)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে ওই সাঁজা প্রদান করেন।
ভালুকা মডেল থানা পুলিশ বুধবার রাতে অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় উপজেলার হবিরবাড়ী খন্দকার পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে।