ভালুকাসারা ভালুকা
ভালুকা সদরে দিন দুপুরে পুলিশের বাসায় চুরি
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ.কম:
রবিবার দুপুরে ভালুকা ডিগ্রী কলেজ এলাকায় বসবাসরত পুলিশ কনস্টেবলের বাসায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
জানাযায়, একদল চোর বাসার জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে ৮ ভরি স্বর্নালঙ্কার, কাপড়চোপড় ও নগদ এক লক্ষ টাকা সহ মোট ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে চোরের দল পালিয়ে যায়। এ সময় বাসায় কোন লোকজন ছিল না। বাসার মালিক পুলিশ কনস্টেবল মাহাম্মদ আলী ঢাকা মহানগরীর শের-ই-বাংলা নগর থানায় কর্মরত।