খেলাঘর গাজীপুর জেলার সাংস্বৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ জাতীয় শিশু-কিশোর সংগঠন “খেলাঘর” গাজীপুর জেলার সাংস্বৃতিক প্রতিযোগিতা এক আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে গাজীপুরের প্রাণ কেন্দ্র উত্তর ছায়াবিথীর প্রমিসিং সেন্ট্রাল স্কুলে ১৮ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। খেলাঘর গাজীপুর জেলা কমিটির সভাপতি এম.এম শওকত আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠের উদ্বোধক ছিলেন ডাকসুর সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, গাজীপুর বারের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুরের সভাপতি এডভোকেট মুহা. ইস্তেকবাল হোসেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খেলাঘর গাজীপুরের পথ প্রদর্শক দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আমজাদ হোসেন, কমিউনিস্ট পার্টি গাজীপুরের সভাপতি জয়নাল আবেদীন খান, গণসংগিত শিল্পী আলা উদ্দিন সরকার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য হান্নান চৌধূরি, সহ-সাধারন সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট সুনীল কুমার সরকার মিন্টু, জাতীয় পরিষদ সদস্য ও গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মুহা.মাহবুবুর রহমান, রেজাউল করিম, মতিউর রহমান মতি, সুরমা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহা. হেলাল মিয়া। বিভিন্ন আসর থেকে আগত প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১৯ টি ইভেন্টে মোট ১৬০ জন প্রতিযোগি অংশ নেয়।পরে বিজয়ীদের মাঝে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সনদপত্র বিতরন করেন।