অগ্নিবীণা হলের হাউজ টিউটরের দায়িত্ব পেলেন রফিকুল অামিন ও সঞ্জয় কুমার মূখার্জী
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অগ্নিবীণা হল এর হাউজ টিউটরের দায়িত্ব পেলেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ রফিকুল অামিন এবং লোক প্রশাসক ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার মূখার্জী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফজলুল কাদের চৌধুরী জানান, অগ্নিবীণা হল হাউজ টিউটর সৈয়দ মামুন রেজা, অাল জাবির এবং মুহাম্মদ শফিউর রহমান চৌধুরী এর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ রফিকুল অামিন এবং লোক প্রশাসক ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার মূখার্জী কে ২বছরের জন্য বিশ্ববিদ্যালয় এর অগ্নিবীণা হলের হাউজ টিউটর এর দায়িত্ব দেওয়া হয়েছে। অগ্নিবীণা হল হাউজ টিউটর (সদ্য দায়িত্বপ্রাপ্ত) মোঃ রফিকুল অামিন এবং সঞ্জয় কুমার মূখার্জী জানান, অামাদের’কে অগ্নিবীণা হল হাউজ টিউটরের দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল অালম ‘কে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এবং তাঁরা অারো জানান হলের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেন নিস্থার সাথে দায়িত্ব পালন করতে পারে, তাই সকলের কাছে দোয়া চেয়েছেন।