সারা ভালুকা
ভালুকায় কোমল পানীয় কোকা-কোলা পান করে অসুস্থ ১৪ জন
ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বনকোয়া গ্রামে কোমল পানীয় কোকা-কোলা পান করে নারী-পুরুষসহ একই পরিবারের ১৪জন অসুস্থ হয়ে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
হাসপাতাল ও নূরুল ইসলাম জানান, উপজেলার বনকোয় গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে জামাই কবির হোসেন ঘটনার রাতে কোমল পানীয় নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। রাতে ওই কোকা-কোলা পানীয় পান করে বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ অবস্থায় বিদুৎ (৪০), সেলিম (২৬), শিবির (৩০), রেজিয়া (৫০), মোর্শেদা (৫০), শরীফা (৩০), হালিমা (৫৫), নাহার (২৬), পারভীন (২৫), রোজিনা (৬০), শাহিনুর (৩০), জালাল (৫০), মারুফা (১৪) ও বিলকিছ (২৬)। আহতদের ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।