গফরগাঁওয়ে যুবদল নেতা সস্ত্রাসী হামলার শিকার
গফরগাঁও প্রতিনিধিঃ গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের যুবদলের সভাপতি মাহফুজকে লোহাড় রড ও পাইপ দিয়ে পিটিয়ে হাত ও বাম পা থেতলে দিয়েছে স্থানীয় সস্ত্রাসীরা। আহত যুবদল নেতা মাহফুজ কিশোরগঞ্জ পাকুন্দিয়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত মাহফুজের স্ত্রী পলি আক্তার জানায়, গত শনিবার রাতে ৮টার দিকে ময়মনসিংহ থেকে বাড়িতে আসার পথে টাঙ্গাব ইউনিয়ন কতিপয় সস্ত্রাসী শামসুল, ডাকাত আকরাম, শাহিদ, রাশিদ, আজাদের নেতৃত্বে কয়েক জন সস্ত্রাসী ইউনিয়ন যুবদল সভাপতি মাহফুজের মটর সাইকেলের গতিরোধ করে বামনখালী বটতলা ইনাত আলীর মুন্সির জামে মসজিদের পাশেই এ ঘটনা ঘটে। সস্ত্রাসীরা প্রথমে খালি দেয় পরে মটর সাইকেল থেকে জোর করে নামিয়ে চোখ মুখ বেধে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে প্রথমে তার হাত ও বাম পা ধেতলে ফেলে। সস্ত্রাসীরা তাকে মৃত’ ভেবে মাটিতে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। মাহফুজের ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিরাপত্তার ভয়ে পাশ্ববর্তী পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন আশংকাজনক। এ ঘটনায় টাঙ্গাব ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে আত্ংক বিরাজ করছে।
আহত মাহফুজ বলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি পদে নিবাচিত হওয়াই স্থানীয় সস্ত্রাসীরা আমার পিছনে লেগেছে। ওই সস্ত্রাসীরা প্রায় সময়ই আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে পাগলা থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, এ ঘটনায় পাগলা থানায় অভিযোগ পেয়েছি। আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।