ভরাডোবাসারা ভালুকা
ভরাডোবায় বাল্য বিয়ে প্রতিরোধে র্যালী
ভালুকা নিউজ, স্টাফরির্পোটার: ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে বৃত্তিপ্রাপ্ত সদস্য কর্তৃক বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাক কিশোরী এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে পুরুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাইদুল আমিন মৃধার সভাপতিত্বে আলোাচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র প্রশিক্ষক মরিয়ম বেগম, ব্র্যাক এলাকা ব্যবস্থাপক অরুন কুমার ঘোষ, সংগঠক তাসলিমা আক্তার, ফাতেমা খাতুন, কবিতা খানম ও তানজিনা খাতুন প্রমুখ।