কাচিনাসারা ভালুকা
ভালুকায় ৫ মাদক সেবিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ভালুকা নিউজ ডট কম. স্টাফরির্পোটার: ভালুকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন রবিবার দুপুরে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে।
আদালত সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে উপজেলার পাঁলগাও গ্রাম থেকে মিজান (৩০), আসাদ (২৫), আনোয়ার (২৫), শামছুল (২০) ও সজিব (২০) কে আটক করে। পরে রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ৫ জনের প্রত্যেককেই ৫ শত টাকা করে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।