ভালুকায় জাতীয় সেনিটেশন মাসের র্যালি ও আলোচনা
ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধি: ভালুকা উপজেলায় জাতীয় সেনিটেশন মাস অক্টোবর’১৫ উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সকলের জন্য সেনিটেশন, নিশ্চিত হউক উন্নত জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় ১৮ অক্টোবর রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষা অফিসার নুরুল ইসলাম, এপোলো ইন্সটিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এম আর শামসুর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচী’র প্রকল্প কর্মকর্তা আদুরী রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নঈম উদ্দিন, সমবায় কর্মকর্তা মন্তোষ কুমার গোপ, সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রহিদুজ্জামান, ব্র্যাক ম্যানেজার জাহাঙ্গীর আলম, প্রকৌশলী ওয়াস আব্দুস সাত্তার ও এলাকা ব্যবস্থাপক (দাবি) জামিউল ইসলাম চৌধুরী প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসন ও ব্র্যাক ওয়াশ কর্মসূচী’র বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।