‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ !
ভালুকা নিউজ.কম; বিনোদন ডেস্ক : মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে স্ট্রোক করেছেন চিত্রনায়ক রিয়াজ।শুটিং চলাকালীন স্ট্রোক করেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে অ্যাপোলো হসপিটালে নেয়া হয়েছে।
মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে স্ট্রোক করেন চিত্রনায়ক রিয়াজ। আনুমানিক রাত ৮টা ১০ মিনিটে উত্তরায় শুটিং চলাকালীন স্ট্রোক করেন তিনি। চিত্রনায়িকা মাহিয়া মাহি এ খবর নিশ্চিত করে বলেন, ‘শুটিং চলাকালীন হঠাৎ করে রিয়াজ ভাই স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়। শুটিং এখন বন্ধ আছে।
এ বিষয়ে জানতে চাইলে ছবির সহকারী পরিচালক জুয়েল রানা সাংবাদিকদের বলেন, ‘বিকেল ৫টায় সেটে আসেন রিয়াজ। এরপর সেট তৈরি হয় রাত ৮টার দিকে। তখন শুটিং শুরু করার ঠিক আগেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন এবং বমি করেন। এ সময় দ্রুত পাশের একটি হাসপাতালে নেওয়া হয় রিয়াজকে। ওই হাসপাতাল থেকে পরে অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাঁকে।’
হাসপাতালের ডিউটি ম্যানেজার সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে রিয়াজকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, রিয়াজকে দেখে মনে হয়েছে ক্রিটিক্যাল কন্ডিশন। প্রাথমিকভাবে ডাক্তাররা ধারণা করছেন হার্টের কোনো সমস্যা হয়েছে।
হাসপাতালে রিয়াজের সঙ্গে বর্তমানে আছেন চলচ্চিত্র পরিচালক এস এ হক অলীক ও ‘কৃষ্ণপক্ষ’ ছবির সহপরিচালক জুয়েল রানা।
অলীক সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘রিয়াজের হার্টে একটি ব্লক পাওয়া গেছে। এ ছাড়া দুটি আংশিক ব্লক পাওয়া গেছে। তার হার্টের একটি ব্লকে রিং পরানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ছবির একটি দৃশ্যে রিয়াজ খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর হঠাৎ মাটিতে পড়ে যান। তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’
উল্লেখ্য, দেশের তুমুল জনপ্রিয় এ নায়ক অজ্ঞাত কারনে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে ছিলেন। সম্প্রতি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটিতে মাহির বিপরীতে অভিনয়ের মাধ্যমে ফের ছন্দে ফেরেন রিয়াজ। তথ্যসূত্র: সময়ের কণ্ঠস্বর