ভালুকায় এক রাতে ৫ বাড়ি থেকে ৯টি গরু চুরি
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ.কম: ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রাম থেকে এক রাতে ৫টি বাড়ি থেকে ৯টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ একটি চোরের দল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল উপজেলার পাড়াগাঁও বড়চালা গ্রামে সওদাগর আঃ খালেকের ১টি ষাড়, হালিমার ১টি বকনা গাভী, দোলোয়ার হোসেনের ১টি গাভী, আফাজ উদ্দিনের ৩টি গাভী ১টি ষাড়, কারী জামাল উদ্দিনের অস্ট্রেলিয়ান ১ টি গাভী ও ১টি বাছুর একত্র করে ট্রাকের মাধ্যমে চুরি করে নিয়ে যায়। চুরিকৃত গরুগুলোর প্রায় সাড়ে তিন লক্ষ টাকার উপরে। সকালে এই ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী।
এ ব্যাপারে ভালুকা মডেল থানা অফিসার ইনচাজ মামুন-অর-রশিদ জানান, এ ব্যাপারে থানায় কোন অভিাযোগ আসেনি।