ভালুকায় জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলায় “জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১- এ উন্নত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১নভেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ এম, আমান উল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তুফা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু র্যালিতে নেতৃত্ব দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় এমপি প্রফেসর ডাঃ এম,আমান উল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তুফা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নঈম উদ্দিন, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন প্রমুখ।