ভালুকায় যাত্রীবাহি বাস উল্টে নববধূ নিহত আহত ৩০
স্টাফ রির্পোটার, ভালুকা নিউজ ডট কম: সোমবার ০২নভেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের ভালুকা উপজেলার হাজির বাজার নামক স্থানে যাত্রীবাহি বাস উল্টে ঘটনাস্থলেই এক নববধূ নিহত ও ৩০বাস যাত্রী আহত হয়েছে।
জানা যায়, ভোরে নেত্রকোনাগামী যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের আব্দুল মোতালের স্ত্রী নববধূ পিংকি আক্তার (১৮) নিহত হয়। এ সময় কমপক্ষে আরও ৩০যাত্রী আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস, ভরাডোবা হাইওয়ে ও ভালুকা মডেল থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন ইব্রাহিম (২৭), মোফাজ্জল (১৯), আবুল কালাম আজাদ (২১), মোতালেব (২১), সন্তোষ (২৩) , ছাইফুল (৩৫), রনি (২৮), বিশ্ব (৬০), দিপক (৩৫), হানিফ (১২),ফরমান আলী (৪৩), কবির (২২), রহিমা (৪০), আবু বকর সিদ্দিক (৫০), আব্দুল হক (৫০), ফাতেমা (৪০), মোতালেব (২৭)। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের ৯ জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে । উল্লেখ্য নিহত পিংকি আক্তারের সাথে মোতালেব মিয়ার চার মাস আগে হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।