উপাচার্য ’কে নজরুল বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনার আয়োজন
মেহেদেী জামান লিজিন,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এমিনেন্ট মিউজিকোলজিষ্ট হিসেবে ভারতের বিশেষ সম্মাননা “ইওর অনার ইজ আওয়ার প্রাইড” পাওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামী কাল বুধবার বিকাল ৩ টায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুব হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. সুব্রত কুমার ’দে, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, বিশ^বিদ্যালয় নীল দল, বিশ^বিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অফিস, বিশ্ববিদ্যালয় ট্রেজারার অফিস, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম ’কে সংবর্ধনা দিবে বলে জানাযায়।
উল্লেখ্যঃ গত ৫ নভেম্বর রবীন্দ্র ভারতী বিশ^বিদ্যালয় এমিনেন্ট একাডেমিশিয়ান ও কবি হিসেবে বাংলাদেশ হতে একমাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম ’কে ‘ইওর অনার ইজ আওয়ার প্রাইড’ সম্মননা প্রদান করা হয়। এছাড়াও তিনি ‘মিউজিক এ- মিউজিকোলজি অব সাউথ এশিয়া: রিসেন্ট ট্রেন্টস’ শীর্ষক একটি সেমিনারে সভাপতিত্ব করেন এবং একইদিনে অন্য আরেকটি সেমিনারে মূল প্রবন্ধ ‘The Elegiac Tone in Bengali Love Songs’ পাঠ করেন।